পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ছত্রিশগড়ের রায়পুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা এলাকার তিন পরিযায়ী শ্রমিক। মৃত শ্রমিকদের বাড়ি পিংলা থানার খিরাই অঞ্চলের বাড়পুরি গ্রামে। ফুলের কাজের জন্য চারজন শ্রমিক রায়পুরে গিয়েছিলেন। কিন্তু পথে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
বুধবার সকালে মৃতদেহগুলি যখন বাড়পুরি গ্রামে পৌঁছায়, শোকের কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম। পরিবারের আর্তনাদে মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায় স্বাভাবিক জীবনযাত্রা। গ্রামের মানুষজন, আত্মীয়-পরিজনেরা সবাই মিলে শ্মশানে নিয়ে যান দেহগুলি।
মৃত তিন শ্রমিক হলেন—
পঙ্কজ সিং (২৮)
মনোরঞ্জন সিং (৩১)
প্রশান্ত ধাড়া (২২)
অন্য শ্রমিক শুভাশিস চক্রবর্তী (৪৩) গুরুতর আহত অবস্থায় রায়পুরের হাসপাতালে চিকিৎসাধীন।
প্রতিটি পরিবারই সম্পূর্ণভাবে নির্ভরশীল ছিল এই শ্রমিকদের উপার্জনের ওপর। কারও পরিবারে বাবা-মা ও বোন, কারও রয়েছে স্ত্রী ও পাঁচ বছরের শিশু, আবার কারও রয়েছে স্ত্রী ও দুই বছরের সন্তান। হঠাৎ এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চারটি পরিবারেই।
সূত্রের খবর, জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে এবং যথাযথ সহায়তার আশ্বাস দিয়েছে।












Leave a Reply