দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- এস আই আরের ফর্ম ফিলাপ শুরু হওয়ার পর থেকে বালুরঘাট পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রদীপ্তা চক্রবর্তীর উদ্যোগে আনন্দবাগান পার্কে ও কবিতীর্থ দূর্গামন্ডপে সারাদিনব্যাপী জনসাধারণের এস আই আরের ফর্ম ফিলাপ সংক্রান্ত সহায়তা ক্যাম্প চলছে। এই দুই ক্যাম্পে পৌর প্রতিনিধি প্রদীপ্তা চক্রবর্তী এবং ওই ওয়ার্ডের কর্মীরা মিলে জনসাধারণের এস আই আরের ফর্ম ফিলাপ করে দেওয়ার পাশাপাশি ওই ওয়ার্ডের যে সমস্ত জনসাধারণ নিজেরাই এস আই আরের ফর্ম ফিলাপ করছেন তাদের ফর্ম ফিলাপ ঠিকমতো হয়েছে কিনা সেই বিষয়গুলিও দেখে দিচ্ছে এবং ভুল থাকলে তা ঠিকও করে দিচ্ছেন। এছাড়াও ছুটির দিনগুলোতে আনন্দবাগান পার্কে ও কবিতীর্থ দূর্গামন্ডপ ক্যাম্পে জনসাধারণের এস আই আরের ফর্ম ফিলাপের জন্য সকাল নয়টা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বারো ঘন্টা ব্যাপী একদিনের স্পেশাল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি ওই ওয়ার্ডের জনসাধারণের এস আই আরের ফর্ম ফিলাপের সুবিধার জন্য প্রাচ্যভারতী বিদ্যাপীঠের সামনে ও সন্ধ্যা হলের কাছে ২০০২ সালের তৎকালীন ভোটারদের নামের তালিকা ফ্লেক্সে ব্যানারের মাধ্যমে টাঙানো হয়েছে।
আনন্দবাগান পার্ক ও কবিতীর্থ মণ্ডপে সারাদিনব্যাপী এসআইআর সহায়তা শিবির, উপচে পড়ছে মানুষ।












Leave a Reply