দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ৯ই ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বর মহিলাদের আহ্বানে নারী সুরক্ষা দাবীতে নারীর মর্যাদা রক্ষার অঙ্গীকার যাত্রা। সেই অঙ্গীকার যাত্রা নিয়ে আজ বালুরঘাট নাট্যমন্দিরের সভাগৃহে জাগো নারী জাগো বহ্নিশিখার আহ্বানে আয়োজিত সাংবাদিক বৈঠক করলেন জেলা অভ্যর্থনা কমিটির সম্পাদিকা তাজরিনা সরকার। তিনি জানালেন আগামী ৯ই ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত এই অঙ্গীকার যাত্রা কোচবিহার, কাকদ্বীপ, ঝাড়গ্রাম সহ অন্যান্য গ্রাম শহর অতিক্রম করে কলকাতায় কলেজ স্ট্রিটে সমাপনী সমাবেশে একত্রিত হবে। নারীদের অধিকার রক্ষার অঙ্গীকার যাত্রায় সবাইকে সামিল হও যার আহ্বান জানান।
জাগো নারী জাগো বহ্নিশিখার উদ্যোগে দেশজুড়ে অঙ্গীকার যাত্রা— বালুরঘাটে ঘোষণা।












Leave a Reply