মালদা, নিজস্ব সংবাদদাতা:—- রাজ্যের বেশ কয়েকটি জেলার পুলিশ সুপারের পদে রদবদল। তালিকায় মালদা ও। মালদার নতুন পুলিশ সুপার হয়ে আসছেন অভিজিৎ ব্যানার্জি। তিনি পুরুলিয়া জেলার পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন। মালদহের বিদায়ী পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব যাচ্ছেন উত্তর দিনাজপুরের ট্রাফিক এসপি হয়ে যাছেন ।
মালদায় আসছেন অভিজিৎ ব্যানার্জি, বিদায়ী এসপি প্রদীপ যাদব উত্তর দিনাজপুরে বদলি।












Leave a Reply