পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডে বৃহস্পতিবার সকাল থেকে ব্যাপক যানজট লক্ষ্য করা গিয়েছে গোটা শহর জুড়ে, স্থানীয় সূত্র জানা গিয়েছে গতকাল চন্দ্রকোনারোড থেকে ঘাটাল গামী রাজ্য সড়কে রেলগেটে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি গাড়ি,এর ফলে ক্ষতিগ্রস্ত হয় রেলগেটটি, ইতিমধ্যেই রেল পুলিশ একজনকে আটক করেছে বলে রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে,সেই রেলগেট সারাইয়ের কাজের জন্য কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয় শহর জুড়ে। পরে সারাইয়ের কাজ সম্পন্ন হওয়ার পর চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় যান চলাচল।
রেলগেট ক্ষতিগ্রস্ত, ঘণ্টার পর ঘণ্টা বন্ধ রাস্তায় নাজেহাল সাধারণ মানুষ।












Leave a Reply