পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শ্বশুর ও স্ত্রীকে কোপাতে গিয়ে গ্রামবাসীর হাতে পাকড়াও! গাছে বেঁধে পুলিশের হাতে তুলে দিল জনতা, ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার জালিমান্দায়, সূত্রে জানা গিয়েছে বছর পনেরোর দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধর করতো স্বামী—এমনই অভিযোগ বহুবার উঠেছিল। কয়েক দফা গ্রামে বসে মীমাংসা হলেও বদলায়নি অত্যাচার। অবশেষে ১৪ বছরের ছেলেকে নিয়ে প্রায় আট মাস আগে বাপের বাড়িতে উঠে যান স্ত্রী। অভিযোগ, গতকাল রাতে স্ত্রীকে নিজের বাড়িতে আসার জন্য ফোনে ডাকে স্বামী। স্ত্রী যেতে অস্বীকার করলে আজ ভোরে হঠাৎ শ্বশুরবাড়িতে ঢুকে প্রথমে শ্বশুরকে কুড়ুল দিয়ে কোপায়। চিৎকারে বাঁচাতে এগিয়ে এলে শাশুড়ি ও মেয়েকেও মারধর করে বলে অভিযোগ।চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। পালাতে গেলে গ্রামবাসীরা অভিযুক্ত জামাইকে ধরে গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং খবর দেন পুলিশে। পরে ডেবরা থানার পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
শ্বশুর–স্ত্রীকে কোপাতে গিয়ে পালাতে ব্যর্থ, ডেবরায় গ্রামবাসীর হাতে ধৃত জামাই।












Leave a Reply