মালদা, নিজস্ব সংবাদদাতা:—- তিন দিন থেকে নিখোঁজ থাকার পর বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার তরুণী দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার পুখুরিয়া থানার সম্বলপুর হরিপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে মৃত তরুণীর নাম নিশাদ বানু। বয়স ১৬ বছর। মহারাজনগর হাই মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী। বাড়ি রতুয়ার ভালুকা এলাকায়। ছোট থেকে মামার বাড়িতে পড়াশোনা করত। গত সোমবার ভোরবেলা থেকে নিখোঁজ ছিল সে। আজ সকাল বেলা বাড়ির পাশের পুকুরে তার নিথর দেহ ভেসে ওঠে। অভিযোগের তীর স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। তার সাথে নিশাদ বানুর সম্পর্ক ছিল বলে জানা গেছে পরিবার সূত্রে। ঘটনার খবর পেয়ে পুখুরিয়া থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায়।
সম্বলপুরে রহস্যমৃত্যু: নিখোঁজ তরুণীর দেহ উদ্ধার, অভিযুক্ত প্রতিবেশী যুবক পলাতক।












Leave a Reply