মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা —– মালদার কালিয়াচক থানার মিলিক সুলতানপুর সীমান্তবর্তী এলাকায় উদ্ধার বিশাল পরিমাণের সোনা। ১ কোটির বেশি মূল্যের সোনা উদ্ধার করল বিএসএফ । ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের জওয়ানের হাতে সীমান্ত নিরাপত্তা বাহিনীর ১১৯ ব্যাটালিয়নের সতর্ক জওয়ানরা মালদা জেলার সীমান্ত এলাকায় সাতটি সোনার বিস্কুট জব্দ করে। তবে, চোরাকারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আটক করা সোনার মোট ওজন ৮১৬.৪১ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ১,০২,৪০,২৩০/- টাকা।
সাতটি সোনার বিস্কুট জব্দ, মালদা সীমান্তে বড়সড় চোরাচালান রুখল বিএসএফ।












Leave a Reply