বালুরঘাটে মানবপাচার রোধে উজ্জীবন সোসাইটির সচেতনতা শিবির, গ্রামবাসীদের মধ্যে কলাগাছ বিতরণ।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- মানবপাচার প্রতিরোধ, শিশু সুরক্ষা এবং বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আজ বাদামাইল লক্ষ্মীপ্রতাপ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশেষ সচেতনতামূলক শিবিরের আয়োজন করল উজ্জীবন সোসাইটি। কর্মসূচিতে সহযোগিতা করে AHTU হিলি, বিএসএফ এবং ৭৯ ব্যাটালিয়ন বিএসএফ।

শিবিরের শুরুতে সীমান্তবর্তী অঞ্চলে মানবপাচারের ঝুঁকি ও আধুনিক পাচারপদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ৭৯ বিএসএফ ব্যাটালিয়নের ইন্সপেক্টর ভাবনা শর্মা। তিনি শিশুদের অপরাধচক্রে জড়িয়ে পড়ার সম্ভাবনা, পরিবারের সতর্কতার ভূমিকা এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরবর্তীতে বিএসএফের অন্য কর্মকর্তারাও সমাজের বিভিন্ন স্তরে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত বরণ লাহিড়ী মহাশয় বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, শিশুশিক্ষার মূল্য এবং পরিবারের দায়বদ্ধতা নিয়ে মূল্যবান মতামত প্রদান করেন।
উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাস জানান, “মানব পাচার, শিশু পাচার ও বাল্যবিবাহ রোধে আগামী দিনে আরও বিস্তৃত কর্মসূচি গ্রহণ করা হবে। সমাজকে সঙ্গে নিয়ে চলতেই এই অপকর্মগুলিকে রোধ করা সম্ভব।”

সংস্থার সহ-সম্পাদক পরিমল মাহাতো শিবিরের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন। অনুষ্ঠানে মোবাইল ফোনের সঠিক ব্যবহার, অপব্যবহারের ঝুঁকি এবং শিশুদের ডিজিটাল সুরক্ষা সম্পর্কেও বিশদ আলোচনা করা হয়।

শিবিরের অংশ হিসেবে গ্রামবাসীদের মধ্যে বিনামূল্যে উচ্চ ফলনশীল G–9 জাতের কলাগাছের চারা বিতরণ করা হয়। এই মানবিক উদ্যোগে সহায়তার হাত বাড়িয়ে দেন টরেন্টো ক্যালকাটা ফাউন্ডেশন (কানাডা)-এর ডঃ শঙ্কর দাশগুপ্ত ও সুজান দাশগুপ্ত। চারা বিতরণে সহযোগিতা করে মালদা সহযোগিতা সমিতি ও উজ্জীবন সোসাইটি দক্ষিণ দিনাজপুর।

সামাজিক দায়বদ্ধতা, কৃষি উন্নয়ন এবং মানবপাচার প্রতিরোধ—এই তিনটি মূল লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত আজকের শিবিরে গ্রামবাসীরা সচেতনতা ও কৃষিজ সহায়তা পেয়ে বিশেষভাবে সন্তুষ্ট হন। সীমান্তবর্তী অঞ্চলে মানবপাচার বিরোধী কার্যক্রমে এই উদ্যোগকে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *