দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- নয় দফা দাবিকে সামনে রেখে শুক্রবার আদিবাসি সেংগেল সংগঠনের ডাকা বিডিও অফিস অভিযান বালুরঘাটে পালিত হলো। এদিন বালুরঘাট ব্লক ছাড়াও দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক থেকে বহু আদিবাসি সম্প্রদায়ের মানুষ এই কর্মসূচিতে যোগ দেন।
সকাল থেকেই সংগঠনের সদস্যরা মিছিল করে বালুরঘাট শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিডিও অফিসে পৌঁছান। পরে তারা বালুরঘাট বিডিওর হাতে তাদের নয় দফা দাবি-সংবলিত স্মারকলিপি তুলে দেন।
আদিবাসি সেংগেল সংগঠনের বালুরঘাট ব্লকের সম্পাদক অমল মার্ডি জানান,
— আদিবাসি অধ্যুষিত এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা
— প্রয়োজনীয় রাস্তা নির্মাণ
— বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত আলচিকি ভাষায় শিক্ষা চালু
— আদিবাসি মহিলাদের নিরাপত্তা বৃদ্ধি
— খুন–জখম ও অত্যাচার বন্ধসহ আরও কয়েকটি জরুরি দাবি নিয়ে তারা আজ স্মারকলিপি দিয়েছেন।
তিনি আরও সতর্ক করে বলেন, “যদি দ্রুত আমাদের দাবিগুলো পূরণ না করা হয়, তবে আমরা জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।”












Leave a Reply