পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের ৪নং অঞ্চলের শ্যামনগরে ভ্রাম্যমান চিকিৎসার পরিষেবা দেওয়ার লক্ষ্যে বুধবার ক্যাম্পের আয়োজন করা হয়,এই দিন এই ক্যাম্প পরিদর্শন করলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা, এছাড়াও উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান নবনীতাগুড়ে ডাঙর,জেলা পরিষদের সদস্য শান্তনু দে, এলাকার বিশিষ্ট সমাজসেবী অসীম সিংহ রায়,মিঠু পতিহার সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। প্রসঙ্গত রাজ্য সরকারের প্রচেষ্টায় প্রত্যেকটি অঞ্চলে ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে অ্যাম্বুলেন্সএর উদ্বোধন করা হয়েছে।
শ্যামনগরে ভ্রাম্যমান চিকিৎসা শিবিরে ভিড়—পরিদর্শনে গড়বেতার বিধায়ক উত্তরা সিংহ হাজরা।












Leave a Reply