দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলায় এস আই আর এর কাজ খতিয়ে দেখতে বুধবার ৩ হাউসে জেলা প্রশাসনিক আধিকারিক এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে উচ্চ পর্যায়ে মিটিং করলেন বিশেষ অবজারভার অশ্বিনী কুমার যাদব। বুধবার দুপুর নাগাদ বালুঘাট সার্কিট হাউসে এসে উপস্থিত হন তিনি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের আবদারের দায়িত্বে রয়েছেন সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বিশেষ মিটিংয়ে। উপস্থিত ছিলেন জেলাশাসক টি বালা সুব্রামানিয়াম অবশ্য সাংবাদিকদের সঙ্গে সরাসরি কথা বলতে চাননি বিশেষ এই অবজারভার।
মিটিং শেষে রাজনৈতিক দলগুলির মধ্যে থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।
এসআইআর কার্যপ্রক্রিয়া খতিয়ে দেখতে দুই দিনাজপুরে কেন্দ্রীয় বিশেষ পর্যবেক্ষক; মিটিংকে ঘিরে তৎপরতা তুঙ্গে।












Leave a Reply