ওয়াকাফ ইস্যুতে মিমের তীব্র আক্রমণ, পাল্টা বিজেপি-তৃণমূলের রাজনৈতিক তরজা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- আমরা জানতে চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন না মরে গেছেন। কারণ তিনি বলেছিলেন আমি বেঁচে থাকতে এই রাজ্যে ওয়াকাফ হতে দেব না। আমাদের সাথে বেইমানি করেছেন মুখ্যমন্ত্রী। গোটা রাজ্যজুড়ে সংখ্যালঘুরা এই মর্মে আন্দোলন গড়ে তুলবেন। আজ মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে বিক্ষোভ এবং ডেপুটেরেশন কর্মসূচিতে সামিল হয়ে এমনটাই হুঁশিয়ারি দিলেন মিমের মালদা জেলা সভাপতি রেজাউল করিম।
উল্লেখ্য আজ সংগঠনের পক্ষ থেকে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরের সামনে বিক্ষোভ দেখানো হয়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় ওয়াকাফ সম্পত্তির সমস্ত নথি আগামী পাঁচই ডিসেম্বরের মধ্যে উমিদ অ্যাপ নথি সহ আপলোড
করতে বলা হয়েছে। রাজ্য সরকার ২৭ তারিখ নোটিফিকেশন জারি করে এই কথা জানান। এত কম সময়ে কিভাবে সম্ভব। কারণ মালদা জেলায় ওয়াকাফ সম্পত্তি রেজিস্টার প্রাপ্ত রয়েছে প্রায় ৪৫০ এবং নন রেজিস্টার সংখ্যা প্রায় হাজারেরও বেশি। তাই তারা জেলা শাসকের কাছে ডেপুটেশন দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে সেই সময়সীমা বাড়ানোর আবেদন করেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।

এই বিষয়ে বিজেপি বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী জানান, সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসাবে ব্যাবহার করা হচ্ছে। তাদেরকে ভুল তথ্য দেওয়া হচ্ছে। তারা নিজেরায় দেখতে পাচ্ছেন তা মুখ্যমন্ত্রী ওয়াকাফ নিয়ে কি করলেন‌।
২০২১ সালে বিজেপি, বাংলা দখলের স্বপ্ন দেখেছিল।

বাংলার মানুষ বিজেপির মুখে ঝামা ঘুষে পশ্চিমবঙ্গ থেকে বিদায় করেছে। তাই এখন মিম নামক একটি এজেন্টকে দিয়ে ভোট কাটুয়া পার্টি হিসেবে বাংলায় দাঁড়িয়েছে। পাল্টা কটাক্ষ তৃণমূলের‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *