কুশমন্ডি ব্লকে সমগ্র শিক্ষামিশনের উদ্যোগে প্রতিবন্ধী দিবস উদযাপন, প্রতিযোগিতায় সবার পুরস্কার।

খাগড়াকুড়ি, কুশমন্ডি, নিজস্ব সংবাদদাতা :- আজ খাগড়াকুড়ি প্রাথমিক বিদ্যালয়ে সমগ্র শিক্ষামিশনের উদ্যোগে কুশমন্ডি ও কুশমন্ডি পূর্ব চক্রের যৌথ ব্যবস্থাপনায় বিশ্ব প্রতিবন্ধী দিবস শ্রদ্ধা ও উৎসবের আবহে সাফল্যের সঙ্গে উদযাপিত হয়। অনুষ্ঠানে কুশমন্ডি ব্লকের মোট ৩০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। আয়োজন করা হয় দু’টি প্রতিযোগিতা, যার প্রতিটি অংশগ্রহণকারীকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন কুশমন্ডি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শ্রী সাহিম রেজা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ড. নয়না দে, সমষ্টি উন্নয়ন আধিকারিক, কুশমন্ডি ব্লক, শ্রী তরুণ সাহা, আইসি, কুশমন্ডি, শ্রী সাহিম রেজা, অবর বিদ্যালয় পরিদর্শক, কুশমন্ডি চক্র, শ্রী রেয়াজুল ইসলাম, প্রধান শিক্ষক, খাগড়াকুড়ি প্রাথমিক বিদ্যালয়, শ্রী রঞ্জিত নিয়োগী, অবসরপ্রাপ্ত শিক্ষক। অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য এবং ছাত্রছাত্রীদের প্রাণবন্ত অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিদ্যালয়ে সচেতনতা ও সর্বসমতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *