মুখ্যমন্ত্রীর সফরের মধ্যেই KSDA-র গণঅনশন—পৃথক রাজ্য গঠনসহ একাধিক দাবিতে সরব সংগঠন।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদায় আগমণের দিনে মালদার বামনগোলা ব্লকে আন্দোলন করলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সদস্যরা।আন্দোলনের অঙ্গ হিসেবে এদিন সংগঠনভুক্ত সদস্যরা বামনগোলা ব্লকে গণ অনশন কর্মসূচি পালন করেন। অনশন কর্মসূচি রূপায়ণে নেতৃত্ব দেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের মালদা জেলা সভাপতি প্রতিমা সিংহ। এদিন তার নেতৃত্বেই কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সদস্যরা নিজেদের দাবী-দাওয়া তুলে ধরে সুর চড়ান। তারা যে সমস্ত দাবীতে এদিন সরব হন তারমধ্যে শান্তিচুক্তি কার্যকর করার মাধ্যমে পৃথক কামতাপুর রাজ্য গঠন, কোচ-রাজবংশী জনগোষ্ঠীকে এসটি করণ, কামতাপুরী ভাষার সাংবিধানিক স্বীকৃত প্রদান ছিল অন্যতম।এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা সভাপতি প্রতিমা সিংহ, সুশেন মন্ডল জেলা ভাইস প্রেসিডেন্ট, হবিপুর ব্লকের সহ-সভাপতি হিমাংশু রায়, হবিপুর ব্লক সভাপতি রণজিৎ রায় ,গাজোল ব্লকের প্রেসিডেন্ট প্রসেনজিৎ সরকার , সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *