বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট – হিলি, বুনিয়াদপুর – কালিয়াগঞ্জ এবং গাজোল – গুঞ্জরিয়া রেলপথ সম্প্রসারণ দ্রুত সম্পন্ন করার জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে দেখা করলেন বালুরঘাট এবং রায়গঞ্জের সাংসদ। সাংসদ সুকান্ত মজুমদার এবং সাংসদ কার্তিক পাল রেলমন্ত্রীর কাছে উক্ত রেলপথ গুলি দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানান। এছাড়াও বালুরঘাট – ব্যাঙ্গালোর নতুন ট্রেনসহ দুই দিনাজপুরের রেল উন্নয়নের বিভিন্ন দাবি জানান রেলমন্ত্রীর কাছে।
রায়গঞ্জ ও বালুরঘাটের সাংসদের দাবি—দ্রুত শেষ হোক তিনটি রেলপথের সম্প্রসারণ কাজ।












Leave a Reply