দেবাশীষ পাল, মালদহ:- — মুখ্যমন্ত্রী যেতেই কালো পতাকা হাতে বিক্ষোভে ফেটে পড়ল আদিবাসী সমাজ। আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতৃত্বে চলে এই বিক্ষোভ। বিক্ষোভকারীদের অভিযোগ চলতি মাসের ১ তারিখ তারা আদিবাসী ভাষায় পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, ভুয়ো এসটি সার্টিফিকেট সমস্যার সমাধান, আদিবাসীদের জমি দখল বা হস্তান্তর, সারনা ধর্ম স্বীকৃতির দাবিতে ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসন মারফত মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছিলেন। কিন্তু এদিন মুখ্যমন্ত্রী সেই বিষয়ে কোন কথা বলেননি। আদিবাসীদের নিয়ে কিছু বললেনি। তাই এদিন গাজোল থেকে মমতা যেতেই শুরু হয় বিক্ষোভ। তাদের দাবি মুখ্যমন্ত্রী আদিবাসী বিরোধী। এমনকি বাংলা বনধ ডাকার হুশিয়ারিও দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
বিজেপির অভিযোগ আদিবাসীরা মুখ্যমন্ত্রী কে চিনে গেছেন। তৃণমূলের আমলে একজন আদিবাসী সাংসদ কে আক্রান্ত হতে হয়। আদিবাসীরা এবার জবাব দেবে। যদিও তৃণমূলের দাবী মুখ্যমন্ত্রী সবসময় আদিবাসীদের পাশে আছেন। কারোর কোনো দাবি থাকলে খতিয়ে দেখা হবে।
স্মারকলিপির কোনও জবাব নেই! মুখ্যমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ আদিবাসীদের তীব্র প্রতিবাদ।












Leave a Reply