হরিশ্চন্দ্রপুরের ছ’টি অঞ্চলে ১৬৭ বুথজুড়ে একই সমস্যা—এসআইআর নিয়ে দুশ্চিন্তায় বিহারী বধূরা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– বিবাহ সূত্রে মালদহের হরিশ্চন্দ্রপুরে রয়েছেন বিহারের হাজার হাজার বধূ। বিহারের পরানপুর বিধানসভার গাইঘাটা, মহিষপুর ও জলকি অঞ্চলে ২০০৩ সালের বাবা-মায়ের ভোটার তালিকা – দিতে না পারায় সমস্যায় পড়েছেন তাঁরা। সেজন্য এসআইআরে নাম বাদ পড়ার আশঙ্কায় ভুগছেন তাঁরা। হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কুশিদা ও বরুই এবং হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের সাদলীচক, ইসলামপুর, দৌলতনগর ও সুলতাননগর অঞ্চল বাংলা-বিহার সীমান্তবর্তী। এই ছ’টি অঞ্চলে ১৬৭টি বুথ রয়েছে। প্রতিটি বুথেই বিহারের বধূ রয়েছেন। বরুই গ্রাম পঞ্চায়েতের বিষনপুর ৩৩নং বুথের সঞ্জরি খাতুন, তাবাসুম খাতুনরা বলেন, ১৫ বছর ধরে বিষনপুর গ্রামে বিবাহ সূত্রে আছি। এখানকার ভোটার কার্ড রয়েছে। এসআইআরের এর জন্য বাবার ২০০৩ সালের বিহারের ভোটার তালিকা দিতে পারছি না। তাই ফর্ম পূরণ করতে সমস্যায় পড়েছি। শুধু নিজের তথ্য দিয়ে ফর্ম জমা করেছি। নাম বাদ পড়ার আশঙ্কা করছি। বিষনপুর ৩৩নং বুথের বিএলও সোমনাথ মিত্র বলেন, আমার বুথে ২০ জনের বেশি বিহারের বধূ রয়েছেন। ২০০৩ সালের বাবা-মায়ের ভোটার তালিকা দিতে পারছেন না। তাঁরা এসআইআর ফর্ম শুধু নিজের তথ্য দিয়ে জমা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *