মালদা, নিজস্ব সংবাদদাতা:- বর্তমান সময়ে দাড়িয়েও এখনো অনেকে কন্যা সন্তানকে পরিবারের বোঝ ভাবে।তাদেরই যেন এবার সপাটে জবাব দিল প্রান্তিক গ্রামের এক পরিবার। কন্যা সন্তান হওয়ার আনন্দে হাসপাতাল থেকে রথ সাজিয়ে ধুমধাম করে সকল এলাকাবাসীকে নিয়ে এসে সদ্যোজাত কন্যা সন্তানকে নিয়ে গেলো পরিবারের লোকেরা। ঘরের লক্ষীকে বরণে এলাহী আয়োজন। সাথে দিয়ে গেলো বার্তা।মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চলতি মাসের দুই তারিখ কন্যা সন্তান প্রসব করেন সুলতান নগরের বাসিন্দা সানজুরি খাতুন।তাদের ঘরে এটাই প্রথম সন্তান।সানজুরির স্বামী শেখ সামিউলের ইচ্ছে ছিল তার প্রথম সন্তান কন্যা হলে তিনি ধুমধাম করে সেই সন্তানকে বাড়ি নিয়ে যাবেন।যারা কন্যা সন্তান হলে খুশি হয় না। কন্যাকে বোঝ ভাবে।তাদের বার্তা দেবেন।এদিন সদ্যোজাত এবং মা কে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার জন্য সামিউল পরিবার সহ প্রায় দুই শতাধিক এলাকার মানুষকে আনেন।আনা হয় সুসজ্জিত রথ।সেই রথে করেই সদ্যোজাত কে কোলে নিয়ে ঘরে ফেরেন মা।রথের পেছনে ছিল গাড়ির কাফিলা।গান বাজনায় সে যেন এক বিশাল উৎসবের আমেজ।সদ্যাজতের ঠাকুমার দাবি ঘরে লক্ষ্মী এসেছে। আনন্দ তো হবেই। মিষ্টিমুখ তো সকলকে করাতেই হবে।
কন্যা জন্মে সামাজিক বার্তা: দুই শতাধিক মানুষ নিয়ে রথে করে বাড়ি ফিরলেন মা–মেয়ে।












Leave a Reply