মালদা, নিজস্ব সংবাদদাতা: —– কোচবিহার থেকে শুরু হওয়া সিপিআইএম-এর বাংলা বাঁচাও যাত্রা আজ সপ্তম দিনে মালদা শহর ছেড়ে এগিয়ে গেল মানিকচকের ভূতনীর উদ্দেশ্যে। শুক্রবার সকাল ৯টা নাগাদ মালদা শহরের এলআইসি মোড় থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়। বাংলা বাঁচাও যাত্রায় নেতৃত্ব দেন সিপিআইএম রাজ্যনেত্রী মিনাক্ষী মুখার্জি, সিপিআইএম রাজ্যনেতা শতরূপ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র সহ একাধিক নেতা নেত্রী। তাদের উপস্থিতিতেই এল.আই.সি মোড় থেকে শুরু হওয়া বাংলা বাঁচাও যাত্রায় শতাধিক বাইক নিয়ে সিপিআইএম নেতাকর্মীরা মানিকচকের উদ্দেশ্যে এগিয়ে যান। এগিয়ে যাওয়ার প্রাক্কালে মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণের শিলান্যাসের ঘোষণা প্রসঙ্গে মুখ খোলেন সিপিআইএম নেত্রী মিনাক্ষী মুখার্জি এবং সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। তারা বলেন বাংলায় মন্দির, মসজিদ কালচার ছিলো না। এই সংস্কৃতি আমদানি করলে বিজেপি , তৃনমূল।
হুমায়ুন কবিরের মন্তব্যে সরব মিনাক্ষী–শতরূপ: “বাংলায় মন্দির–মসজিদ কালচার ছিল না”।












Leave a Reply