দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের হরিপুর প্রাথমিক বিদ্যালয় আজ যেন রূপ নিল সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘তাল নবমী’ গল্পের আবহে। পঞ্চম শ্রেণীর এই পাঠ্যগল্পে যেমন শিশুদের নিখাদ আনন্দ, মিলেমিশে উদ্যাপন আর হৃদয়ের ভালোবাসা ফুটে ওঠে—ঠিক তেমনই খুদেদের মুখে ফুটে উঠল অকৃত্রিম হাসি, যখন স্বেচ্ছাসেবী সংস্থা Give More, Live More-এর উদ্যোগে তাদের সম্মিলিত জন্মদিন পালন করা হলো।
সংস্থার বিশেষ প্রকল্প “ছোটিসি আশা”-র অধীনে আয়োজিত এই অনুষ্ঠানে সকাল থেকেই বিদ্যালয় চত্বরে উৎসবের রঙ। শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা মিলে স্কুলকে সাজিয়ে তোলে এক বর্ণিল আনন্দমঞ্চে। বিদ্যালয়ের পক্ষ থেকে সংস্থার কর্ণধার ও শিক্ষক গোপাল সাহা-সহ অন্যান্য সদস্যদের পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয়। বক্তব্যে তিনি তুলে ধরেন এমন উদ্যোগের উদ্দেশ্য, শিশুদের মনে ইতিবাচকতা ও ভালোবাসা জাগিয়ে তোলার অসাধারণ ভূমিকা।
এরপর ছাত্রছাত্রীদের গ্রুপ করে কেক কেটে জন্মদিন পালন—খুদেদের চোখে মুখে সেই যেন ‘তাল নবমী’-র ছোটদের মতই নিখাদ অভিমানহীন, আনন্দময় উচ্ছ্বাস। গান, নাচ, কবিতায় সাংস্কৃতিক অনুষ্ঠানও জমে ওঠে দারুণভাবে।
দিনের শেষে সবাই মিলেমিশে উপভোগ করে মধ্যাহ্নভোজ—স্যালাড, ফ্রায়েড রাইস, এগ কারি, ভাত, মাছের কালিয়া, পাঁপড়, চাটনি ও দইয়ের সুস্বাদু পরিবেশনা।
এমন মানবিক ও শিক্ষণীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যম দত্ত ও সহকারী শিক্ষক দেবজ্যোতি দাসগুপ্ত। তাঁদের কথায়, “এই আয়োজন শুধু উৎসব নয়, পাঠ্যবইয়ের মতোই শিশুদের মনে দয়া-ভালোবাসা-সহমর্মিতার স্থায়ী শিক্ষা ছড়িয়ে দেয়।”
হরিপুর প্রাথমিক বিদ্যালয়ে আজকের দিনটি তাই হয়ে রইল গল্পের মতোই এক স্নিগ্ধ, স্মরণীয় উৎসব।
Give More, Live More-এর উদ্যোগে হরিপুর স্কুলে গল্পের মতো জন্মদিন উদযাপন, মুখে ফুটল নিখাদ হাসি।












Leave a Reply