নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :- গৃহবধূকে খুনের পর দেহ টুকরো টুকরো করে প্রমাণ লোপাটের চেষ্টা। তপন রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কালিনগর এলাকার ঘটনায় দোষী সাদ্দাম হোসেন মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডর নির্দেশ দিলেন বিচারক।
বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী বলেন, এদিন এডিজে ফার্স্ট কোর্টের বিচারক সন্তোষ কুমার পাঠক রায় ঘোষণা করেন। তিনি ৩০২ ধারায় দোষীকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডর নির্দেশ দিয়েছেন। এছাড়া ২০১ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডর নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, গৃহবধূকে খুনের পর ট্রাক্টরের রোটাভেটর দিয়ে দেহ টুকরো টুকরো করা হয়। সুলেখা বিবি নামে গৃহবধূর সেই দেহাংশগুলি জমির এদিক ওদিক মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল। যে সামনে আসে ২৩ জুন ২০২৪ তারিখে। তপন রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কালিনগর এলাকার ঘটনায় গ্রেপ্তার হয় সাদ্দাম হোসেন মোল্লা। তার বিরুদ্ধে সাজা ঘোষণা হল।
গৃহবধূ খুন: দেহ টুকরো করার ঘটনায় সাদ্দাম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড।












Leave a Reply