বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক বিএসএফ জওয়ানের। মৃত জওয়ানের নাম অরবিন্দ কুমার (42), বাড়ি উত্তর প্রদেশে। তিনি বিএসএফের 79 ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন।
জানা গিয়েছে, 79 ব্যাটেলিয়নের পতিরাম হেডকোয়ার্টারে ডিউটি রত অবস্থায় সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়েন। তড়িঘড়ি তাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিন বালুরঘাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে মৃত ব্যক্তির ময়না তদন্ত হয়। বালুরঘাট থানা একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে তদন্ত শুরু করেছে।
ডিউটি চলাকালীন বিপর্যয়—ময়নাতদন্ত শেষে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।












Leave a Reply