আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- গতকাল অর্থাৎ রবিবার আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে সারাদিন ব্যাপি ছিল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে মহোৎসব। সারাদিন ধরেই সেখানে হাজার হাজার ভক্ত সমাগম হয়েছিল। সেই সুযোগকে কাজে লাগিতে ভীড়ের মাঝে হাজির হয়ে যায় একটি মহিলাদের দুষ্কৃতি দল। যারা সারাদিন ধরে সেখানে বিভিন্ন উপায়ে ছিনতাইয়ের ঘটনা ঘটায়। একাধিক মহিলার গলার হার, নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা সামনে আসায় অনুষ্ঠান প্রাঙ্গনের থেকে প্রায় ৫০ মিটার দূরবর্তী আলিপুরদুয়ার থানাকে জানানো হয়। পুলিশ তৎপর হয়ে প্রথমে তিন জন সন্দেহভাজন মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তার পরই একে একে বেড়িয়ে আসে ঝোলর থেকে বেড়াল। মোট ১৪ জনের মহিলা সমেত ৪ জন পুরুষ নিয়ে মোট ১৮ জনের একটি দল হাজির হয়েছিল এই বৃহৎ ওই উৎসবের মাঝে। সকলকেই গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, এরা সকলেই চন্দন নগর কমিশনারেটের অন্তর্গত ব্যান্ডেল থানার বাসিন্দা। এরা দুটি চার চাকার গাড়ি নিয়ে এসেছিল। তারপর একে একে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে ভীড় ঠাসা উৎসব প্রাঙ্গনে। দুটা সোনার হার, ১ লক্ষের বেশি নগদ টাকা, দুটি গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ।
উৎসবমুখর ভিড়ে সোনার হার–নগদ ছিনতাই, ব্যান্ডেল থেকে আসা ১৮ জনের দল ধরা।












Leave a Reply