কনটেন্ট ক্রিয়েটরের লাইভ আত্মহত্যা—১৫ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে সরগরম মালদা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– সামাজিক মাধ্যমে লাইভ আত্মঘাতী কনটেন্ট ক্রিয়েটর। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে তিনি আত্মহত্যা করেছেন ৬ ডিসেম্বর। সোমবার রাতে এই মর্মে লিখিত অভিযোগ দায়ের হয় হরিশ্চন্দ্রপুর থানায়। ঘটনায় চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরের মোবারকপুর কালিতলায়। অভিযোগের তীর আরেক মহিলা কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে। এমনটাই বিস্ফোরক দাবি মৃতের স্ত্রীর। মৃত যুবকের নাম দুর্লভ সাহা। বেসরকারি একটি কোম্পানিতে সেলসম্যানের কাজ করতেন। পাশাপাশি চাচোলের এক মহিলা কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে যৌথভাবে কাজ করতেন। কিছুদিনের মধ্যেই দুজনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের শুরু হয় অশান্তি। এই কারণে ওই যুবকের স্ত্রী তার দুই কন্যা সন্তানকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন। ছয় নভেম্বর দুর্লভ সামাজিক মাধ্যমে নিজের আত্মহত্যার ভিডিও লাইভ করেন। স্বামীর মৃত্যুর খবর জানার পরেই বিস্ফোরক অভিযোগ তোলেন তার স্ত্রী। দাবি করেন, কাজের সূত্রে অনেক মহিলার সঙ্গে যোগাযোগ ছিল তার স্বামীর। তার মধ্যে একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক। সম্প্রতি সে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল। কিন্তু সম্পর্কে বিচ্ছেদ জানার জন্য ১৫ লক্ষ টাকা দাবি করেন প্রেমিকা। এই নিয়ে মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মঘাতী হতে হয়েছে স্বামীকে। তার আরো অভিযোগ, এর আগেও একাধিক ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলে টাকা আদায় করেছেন ওই মহিলা। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাই হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি চাই ওই মহিলা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেন ভবিষ্যতে সে এ ধরনের কাজ আর না করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *