আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- আগামী কাল অর্থাৎ মঙ্গলবার কোচবিহারে জন সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওই সভার প্রস্তুতি ইতিমধ্যেই শেষ পর্যায়ে রয়েছে। এদিকে ওই জনসভাকে সফল করতে সোমবার সন্ধ্যায় আলিপুরদুয়ারের ফালাকাটার তৃনমূল দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা করল তৃনমূল কংগ্রেস। ওই সভায় উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দেবব্রত পাল, আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র রায়, ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সম্পাদক শুভব্রত দে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ব শঙ্খ তালুকদার, ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু মিশ্র ফালাকাটা টাউন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নিলম নন্দী ফালাকাটা টাউন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনন্ত সরকার প্রমুখ।ছাব্বিশের ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের।
ছাব্বিশের ভোটের আগে গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতিতে ব্যস্ত আলিপুরদুয়ার তৃণমূল।












Leave a Reply