বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট নাটকের শহরের আত্মপ্রকাশ হল নতুন নাট্যদল দৃশ্য কল্প। আজ নাট্যতীর্থ মন্মথ মঞ্চে সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানালেন দৃশ্যকল্প নাট্য দলের সম্পাদক শুভাশিস চক্রবর্তী। তিনি আরো জানালেন আগামী ১২ ই ডিসেম্বর থেকে ১৪ ই ডিসেম্বর পর্যন্ত দৃশ্য কল্প নাট্য সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হবে নাট্য উৎসব। জেলা ও জেলার বাইরে কলকাতার বিভিন্ন নাট্যদলের নাটক মঞ্চস্থ হবে এই নাট্য উৎসবে। সেই নাট্য উৎসবে দৃশ্যকল্প নাট্যদলের প্রযোজনায় সেই সব দিনগুলি নাটকের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটবে এই নাট্য দলটির।
নিজস্ব প্রযোজনার নাটক দিয়ে আত্মপ্রকাশ দৃশ্য কল্পের, নাট্যশহর বালুরঘাটে নতুন উত্তেজনা।












Leave a Reply