আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ) ফালাকাটা আঞ্চলিক শাখার উদ্যোগে এবং আলিপুরদুয়ার জেলা শাখার সহযোগিতায় ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রাক-পরীক্ষা বিষয় ভিত্তিক পরামর্শদান শিবির অনুষ্ঠিত হল রবিবার ফালাকাটা গার্লস হাই স্কুল এবং জটেশ্বর হাই স্কুলে। ওই শিবিরের উদ্বোধন করেন বর্ষীয়ান অবসরপ্রাপ্ত শিক্ষক সমীর মিত্র। জেলার অভিজ্ঞ ও বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী ওই দুটি শিবিরে বিষয় ভিত্তিক ক্লাস নেন এবং পরীক্ষায় ভালো ফল করার কৌশল নিয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন। ওই দুটি শিবিরে প্রায় ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক জয়ন্ত সাহা, কেন্দ্রীয় পরিষদের সদস্য প্রবীর রায় চৌধুরী ও নারায়ণ সরকার, মহকুমা সভাপতি সুমিত দাস, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বাঁধন দে, রাজশ্রী সরকার, অপূর্ব চক্রবর্তী এবং শিক্ষা কর্মী প্রদীপ শীল শর্মা, যতন বর্মন প্রমুখ।
ফালাকাটা গার্লস হাই ও জটেশ্বর হাই স্কুলে এবিটিএ’র বিশেষ ক্লাস: পরীক্ষায় ভালো ফলের টিপস দিলেন বিশেষজ্ঞরা।












Leave a Reply