মালদা, নিজস্ব সংবাদদাতা:—-স্কুল শিক্ষকের বাড়ি ফাঁকা পেয়ে তালা ভেঙে চুরির ঘটনা ঘটাল দুষ্কৃতীরা।গোটা ঘর লন্ডভন্ড করে হাতিয়ে নিয়ে গেল মূল্যবান সামগ্রী। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়াল মালদার হবিবপুর থানার আইহো ছাতিয়ানগাছি এলাকায়। জানা গেছে, ছাতিয়ানগাছি কাঠের ব্রীজ সংলগ্ন এলাকায় রয়েছে দেবব্রত মোদক নামে এক স্কুল শিক্ষকের বাড়িতে। বর্তমানে তিনি মেয়ের পড়াশোনার কারণে ওই বাড়িতে থাকেন না। পরিবার নিয়ে মালদা শহরে বাস করেন। তবে মাঝেমধ্যে বাড়ি গিয়ে দেখাশোনা করে আসেন। গত শনিবারও তিনি বাড়িতে গিয়েছিলেন। ওই সময় সবকিছু ঠিকঠাকই ছিল। তবে সোমবার বিকালে বাড়ি যেতেই লক্ষ্য করেন সমস্ত ঘরের তালা ভাঙা। সোকেশ, আলমারিও তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। গোটা ঘরের লন্ডভন্ড পরিস্থিতি। ঘর থেকে কাঁসার বাসনপত্র, রূপোর সামগ্রী, দামি দামি শাড়ি এবং কিছু জরুরি নথিপত্র উধাও। যা দেখে তিনি বুঝতে পারেন বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তাই তৎক্ষণাৎ খবর দেন হবিবপুর থানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করে বলে জানা গেছে।
বাড়িতে ছিলেন না শিক্ষক, সুযোগে দুষ্কৃতীদের হানা—ঘরের পর ঘর ভাঙচুর।












Leave a Reply