বালুরঘাট আদালতে টানা ১০ দিনে ৯টি গুরুত্বপূর্ণ মামলায় দোষী সাব্যস্ত: সাফল্যের কথায় মুখর জেলা পুলিশ।।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- মাত্র ১০ দিনে ৯টি গুরুত্বপূর্ণ মামলায় সফলভাবে কনভিকশন করাতে সক্ষম হল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। ২৯ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত চলা এই আইনি প্রক্রিয়ায় বহুদিন ধরে ঝুলে থাকা বেশ কয়েকটি সংবেদনশীল মামলাতেও দোষী সাব্যস্তের ঘোষণা হয়েছে।

মঙ্গলবার জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বালুরঘাট জেলা পুলিশ অফিসে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান। উপস্থিত ছিলেন সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী এবং সংশ্লিষ্ট মামলাগুলির তদন্তকারী পুলিশ অফিসাররা।

এসপি জানান, কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তের ফলে এই সাফল্য সম্ভব হয়েছে। আগে আসামিদের আদালতে হাজির করানো গেলেও সময়মতো সাক্ষ্যগ্রহণে সমস্যা তৈরি হতো। এখন ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে সাক্ষ্য রেকর্ড হওয়ায় প্রক্রিয়া অনেক দ্রুত হচ্ছে।

এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি কেসে টাইম মনিটরিং, অগ্রাধিকার নির্ধারণ এবং নিয়মিত নজরদারির ফলে কনভিকশনের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানান এসপি। তিনি এও জানান, ভবিষ্যতে আরও দ্রুত বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কেসে একই গুরুত্ব দিয়ে কাজ চলবে।

জেলা পুলিশের এই ধারাবাহিক সাফল্যে জেলা আদালতের বিচারপ্রক্রিয়া আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন আইনজীবীসহ উপস্থিত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *