পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের নয়াবসত রেঞ্জের বাগাখুলিয়া এলাকায়,জানা গিয়েছি ওই মৃত ব্যক্তির নাম মোহন সরেন,বয়স আনুমানিক ৬৩ বছর,বাড়ি ভাতুড়বান্দী গ্রামে,স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার রাতে একটি দলছুট হাতি হঠাৎই গ্রামের দিকে চলে আসে,সেই সময় ওই ব্যক্তি হঠাৎই হাতির সামনে চলে আসায় হাতির আক্রমণে মৃত্যু হয় ওই ব্যক্তির। কার্যত ছিন্ন ভিন্ন হয়ে যায় দেহ, মঙ্গলবার সকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের আধিকারিকেরা এবং গোয়ালতোড় থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে। অন্যদিকে এই ঘটনায় যথেষ্ট আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।
রাতে গ্রামে ঢুকে দলছুট হাতি; ৬৩ বছরের ব্যক্তিকে পিষল, তদন্তে বনদপ্তর।।












Leave a Reply