৪৮তম বর্ষে দুইদিনব্যাপী গীতা জয়ন্তী ও মহোৎসব: থাকছে দীক্ষা, শোভাযাত্রা ও যজ্ঞ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী কুড়ি ডিসেম্বর ও একুশে ডিসেম্বর শনিবার ও রবিবার ভারত সেবাশ্রম সঙ্ঘ বালুরঘাট শাখায় শ্রী শ্রী গীতা জয়ন্তী ও বাৎসরিক মহোৎসবের প্রস্তুতি চলছে জোড় কদমে। এবছর ভারত সেবাশ্রম সঙ্ঘ বালুরঘাট শাখায় ৪৮ তম বর্ষের বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত হতে চলেছে, প্রতিবছরের মতো এবছরও দুইদিনব্যাপী শ্রী শ্রী গীতা জয়ন্তী ও বাৎসরিক মহোৎসব উপলক্ষ্যে হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলন, দীক্ষাদান, বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা, ভজন কীর্তন, বৈদিক বিশ্বশান্তি যজ্ঞ, অন্নকুট ভোগ নিবেদন ও মহা প্রসাদ বিতরণ প্রভৃতি অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়াও বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষ্যে চক্ষু পরীক্ষা শিবির, স্বেচ্ছায় রক্তদান শিবির, ব্লাড সুগার পরীক্ষা শিবির সহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *