পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কর্মরত অবস্থায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় সিভিক ভলেন্টিয়ারের, ঘটনায় শোকের ছায়া পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে, জানা গিয়েছে কোলাঘাটে কর্মরত অবস্থায় ছিল কোলাঘাট থানার সিভিক ভলেন্টিয়ার সুদীপ চক্রবর্তী, এই সময় একটি বেপরোয়া গতিতে থাকা প্রাইভেট গাড়ি ধাক্কা মারে ওই সিভিক ভলেন্টিয়ার কে, তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসকরা তাকে নিতে বলে ঘোষণা করে। জানা গিয়েছে ওই সিভিক ভলেন্টিয়ারের বাড়ি মান্দারগাছিয়া, নিজের কর্মের জন্য সব সময় খেতি অর্জন করেছে ওই সিভিক ভলেন্টিয়ার, এই দিন তাকে শেষ শ্রদ্ধা জানাতে কোলাঘাট থানাতে উপস্থিত হয়েছিলেন জেলা পুলিশ সুপার মিঠুন দে,এই দিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কোলাঘাটে সিভিক ভলেন্টিয়ারের দুর্ঘটনাজনিত মৃত্যুতে শোকের ছায়া, আইনানুগ ব্যবস্থা নিচ্ছে পুলিশ।












Leave a Reply