মালদা, নিজস্ব সংবাদদাতা:– মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের গ্রামীণ রাস্তার সার্বিক উন্নয়ন লক্ষ্যে বৃহস্পতিবার চতুর্থ পর্যায়ে পথশ্রী প্রকল্পের রাস্তার নির্মাণ,শুভ শিলান্যাস হয়ে গেলো বৃহস্পতিবার।ভার্চুয়াল মাধ্যমে নদীয়ার কৃষ্ণনগর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্বোধন করেন। বামনগোলা ব্লকের অন্তর্গত মদনাবতী গ্রামপঞ্চায়েতে মদনাবতী গ্রামের পথশ্রী প্রকল্পর ঢালাই রাস্তা নির্মাণের আদিবাসী নৃত্য মধ্যে দিয়ে, ফিতে কেটে শুভ উদ্বোধন।এদিন উপস্থিত ছিলেন বামনগোলা ব্লকের বিডিও মনোজিৎ রায়, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস, বামনগোলা থানার আইসি তরুন কুমার রায়,পঞ্চায়েত সমিতির সভাপতি পারুল কুজোর ,মদনাবতীগ্রাম পঞ্চায়েতর প্রধান সনেকা হেমরম মহাশয়া সহ এলাকাবাসী।রাজ্য সরকারের উদ্যোগে ওয়েস্ট বেঙ্গল স্টেট রোলার ডেভলপমেন্ট অথোরিটি প্রায় দু কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দে এই ঢালাই রাস্তাটি নির্মাণ হবে।
দুই কোটিরও বেশি বরাদ্দে মদনাবতীতে শুরু ঢালাই রাস্তা নির্মাণের কাজ।












Leave a Reply