পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পুকুরের জল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার জোগাড়ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মালিবান্দী গ্রামে, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মৃত ব্যক্তির নাম গোবিন্দ লোহার,বয়স আনুমানিক ৪০ থেকে ৪২ বছর,স্থানীয় সূত্রে আরো জানা যায় গতকাল অর্থাৎ বুধবার থেকে নিখোঁজ ছিল ওই ব্যক্তি,বৃহস্পতিবার দুপুর নাগাদ হঠাৎই গ্রামের এক পুকুরের জলে ভাসতে দেখে স্থানীয়রা,তৎক্ষণাৎ খবর দেওয়া হয় গোয়ালতোড় থানার পুলিশকে,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে। অন্যদিকে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।
মালিবান্দীর পুকুরে মিলল নিখোঁজ ব্যক্তির দেহ, তদন্তে নেমেছে গোয়ালতোড় থানার পুলিশ।।












Leave a Reply