মালদা, নিজস্ব সংবাদদাতা:– কর্তৃপক্ষের গাফিলতিতে বড় বিপদের সম্মুখীন হতে পারে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। বেশ কয়েকটি ভবনে রাখা একাধিক মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপন সিলিন্ডার। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন রোগীর পরিবারের লোকজন। এই গাফিলতির জন্য মেডিকেল কর্তৃপক্ষকেই দায়ী করছেন তাঁরা। সংবাদমাধ্যমের থেকে বিষয়টি জানতে পেরেই নড়েচড়ে বসেছে, মালদা মেডিকেল কর্তৃপক্ষ। তদন্ত করে দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মেডিকেল সুপার প্রসেনজিৎ বর। অগ্নি দুর্ঘটনার মোকাবিলায়
মালদা মেডিকেলের বহির্বিভাগ, প্রশাসনিক ভবন ট্রমা কেয়ার সেন্টার সহ অন্যান্য বিল্ডিংয়ে একাধিক অগ্নি নির্বাপন যন্ত্র লাগানো রয়েছে। তবে সাত মাস আগেই মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেই সব অগ্নি নির্বাপক যন্ত্রের। এমনকি প্রায় ৯ মাস ধরে সে সব যন্ত্র যাচাই পর্যন্ত করা হয়নি। এই পরিস্থিতিতে যে কোন সময় মালদা মেডিকেল কলেজে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন রোগীর আত্মীয়রা।
মেডিকেল কলেজ। কর্তৃপক্ষের গাফিলতি ফাঁস হতেই নড়েচড়ে বসেছে মেডিকেল সুপার, তদন্তের আশ্বাস।












Leave a Reply