মালদা, নিজস্ব সংবাদদাতা:- বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যামন্দির ময়দানে দুটি ক্রিকেট কোচিং-এর জন্য ক্রিকেট পিচ উদ্বোধন বুধবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে অতিথিদের বরণের মধ্যে দিয়ে ফিতে কেটে নারকেল ফাঁটিয়ে এই উদ্বোধন করা হয়। মালদার হবিবপুর থানার পুলিশের উদ্যোগে বুলবুলচন্ডী ক্রিকেট কোচিং ক্যাম্পের উদ্বোধন হয়ে গেল বুধবার। এই উপলক্ষে এদিন বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যামন্দির ময়দানে দুটি ক্রিকেট কোচিং-এর জন্য ক্রিকেট পিচ উদ্বোধন করা হয়। উদ্বোধন পর্বে হাজির ছিলেন হবিবপুরের বিডিও মনোজ কাঞ্জিলাল, হবিবপুর থানার আইসি শোভন কর্মকার, বুলবুলচন্ডী ক্রিকেট কোচিং ক্যাম্পের সম্পাদক পিযুষ মন্ডল, বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত প্রধান পূজা হাঁসদা সহ অন্যান্যরা।এ বিষয়ে পিযুষ মন্ডল বলেন খেলাধুলা হারিয়ে বসেছে সেই দিকে নজর রেখে হবিবপুর থানার আইসি উদ্যোগে শুরু হচ্ছে ক্রিকেট কোচিং তারিই উদ্বোধন করা হলো বুধবার বিকেলে।আগামী দিনে ক্রিকেট খেলার কোচিং এর জন্য যেতে হবে না শহরে বুলবুলচন্ডিতে এখন ক্রিকেট খেলার কোচিং নিতে পারবেন।মালদা শহর থেকে কোচিং আসবেন নিয়মিত কোচিং করাবেন।
হবিবপুর থানার উদ্যোগে গ্রামে শুরু হল ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র।












Leave a Reply