মালদা, নিজস্ব সংবাদদাতা:– মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে মালদার হবিবপুর বিধানসভা এলাকায় ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র উদ্বোধনের পর পরিক্রমা শুরু করল বিভিন্ন প্রত্যন্ত এলাকায়। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে চিকিৎসা পরিষেবা প্রদানের ছবি নজরে এল হবিবপুর ব্লকের ঋষিপুর সুস্বাস্থ্য কেন্দ্রে। সেখানে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র পৌঁছানোর পর গ্রামের সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়। শিবিরে সাধারণ মানুষজনকে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের আধুনিক চিকিৎসা পরিকাঠামোর মাধ্যমে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। এদিনের চিকিৎসা পরিষেবা প্রদান শিবিরে হাজির ছিলেন হবিবপুর ব্লক বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য আধিকারিক ডাঃ রাবর আলি সহ অন্যান্যরা।
হবিবপুর ব্লকের ঋষিপুর সুস্বাস্থ্য কেন্দ্রে ভ্রাম্যমাণ চিকিৎসা শিবিরে ভিড় সাধারণ মানুষের।












Leave a Reply