কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- কলকাতা দশ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসের প্রাক্কালে শ্যামবাজার পাঁচ মাথা মোড়ে একটি উন্মুক্ত নাগরিক সভার আয়োজন করা হয় যেখানে মানুষের মৌলিক অধিকার সামাজিক ন্যায্যতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর মর্যাদা রক্ষার বিষয়গুলি আলোচিত হয় পিপলস ভয়েস পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টি পিইউসিএল এবং পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় বক্তারা নাগরিক সচেতনতা এবং সংহতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন
পিইউসিএল পশ্চিমবঙ্গের সংযোজক অম্লান ভট্টাচার্য বলেন মানবাধিকার কোনো অনুদান নয় এটি প্রত্যেক নাগরিকের জন্মগত অধিকার মত প্রকাশ এবং প্রতিবাদের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব
পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চের সংযোজক এবং উই আর দ্য কমন পিপল এর সেক্রেটারি শুভজিৎ দত্তগুপ্ত বলেন অধিকার কেবল লিখিত কাগজে নয় এটি বাস্তব জীবনে প্রতিফলিত হতে হবে খাদ্য চিকিৎসা শিক্ষা ও বাসস্থানের নিশ্চয়তা ছাড়া নাগরিকের অধিকার পূর্ণ হয় না সচেতন ও সংগঠিত জনগণই এই অধিকার রক্ষায় মূল শক্তি
পিপলস ভয়েস এর অধ্যাপক তরুণ সমাদ্দার বলেন সংস্কৃতি মানুষের প্রতিবাদ ও সচেতনতার শক্তিশালী মাধ্যম গান কবিতা ও নাটক মানুষকে সচেতন করে এবং মানবাধিকারের লড়াইকে শক্তিশালী করে
সভায় বিশিষ্ট লেখক আকাশ পাইন এবং সাংবাদিক অপূর্ব দাস নাগরিক স্বাধীনতা সত্য প্রকাশ এবং মুক্ত সংবাদমাধ্যমের গুরুত্বের ওপর আলোকপাত করেন উত্তরের কলকাতা নেতাজি জন্মোৎসব উদযাপন কমিটির কাশীনাথ রায় বলেন মানবাধিকারের লড়াই মানে মানুষের মর্যাদা এবং সমতা রক্ষা করা দুর্বার মহিলা সমন্বয় সমিতির রমা দেবনাথ যৌনকর্মীদের সামাজিক স্বীকৃতি নিরাপত্তা এবং মর্যাদার দাবিকে সামনে আনেন
কবিতা পাঠ করেন সায়ন্তিকা বসু এবং পিপলস ভয়েস এর সমর্থকবৃন্দ সঙ্গীত পরিবেশন করে সভাকে প্রাণবন্ত করে তোলেন আয়োজকরা জানান মানবাধিকারের জন্য সচেতনতা সংহতি এবং সক্রিয় নাগরিক অংশগ্রহণ একদিনের উদ্যোগ নয় এটি দীর্ঘমেয়াদি সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ।












Leave a Reply