পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের উড়িয়াসাই অঞ্চলের গুজরাট এলাকায় চোলাই মদের ঠেকে হানা দেয় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ। এই হানায় উদ্ধার হয় আনুমানিক ৬০ লিটার চোলাই মদ, রবিবার এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করার আগেই পলাতক চোলাই কারবারিরা।এই দিন সূত্রে আরও জানা গিয়েছে সিভিল ড্রেসে এই অভিযান চলে,তবে আগামী দিনেও বিভিন্ন চোলাই ঠেকে হানা দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
চোলাই মদের বিরুদ্ধে অভিযান জারি, ৬০ লিটার মদ উদ্ধার করল চন্দ্রকোনারোড বিট হাউস পুলিশ।।












Leave a Reply