আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে পেভার ব্লকের রাস্তার কাজ শুরু হল। ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিকাশ সরকারের দোকান হয়ে সন্যাসীতলা কালি মন্দির হয়ে জটেশ্বর কিশোর তীর্থ ক্লাব হয়ে জটেশ্বর ট্রাফিক মোড় পর্যন্ত প্রায় ১ কিলোমিটারের বেশি রাস্তার কাজের শুভ সূচনা হল। শুক্রবার পুজোপাঠের মাধ্যমে ও ফিতে কেটে ওই রাস্তার কাজের উদ্বোধন করেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির পূর্তকর্মদক্ষ সঞ্জয় দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দেবজিৎ পাল, মানিক সেন, শ্যামল কর সহ অন্যান্যরা। জানা গিয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে রাস্তাটি তৈরি করা হচ্ছে। প্রায় ১ কোটি ৬৯ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে ওই কাজের জন্য। এদিকে রাস্তার কাজের সূচনা হওয়াতে খুশি এলাকার মানুষও।
বিকাশ সরকারের দোকান থেকে জটেশ্বর ট্রাফিক মোড়—১ কিলোমিটারের বেশি নতুন রাস্তা পেতে চলেছে ফালাকাটা।












Leave a Reply