মালদা, নিজস্ব সংবাদদাতা:—- ভারতীয় সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ করে গোরু পাচারের ছক কষেছিল এক বাংলাদেশি গোরু পাচারকারী। কিন্তু শেষ রক্ষা হলোনা। ধরা পড়ল পুলিশের জালে। ধৃত বাংলাদেশিকে রবিবার পেশ করা হল মালদা জেলা আদালতে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত বাংলাদেশির নাম রুবেল। বয়স ৩৬ বছর। বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার অকৈল এলাকায়। সে কয়েকজন সঙ্গীকে নিয়ে মালদার হবিবপুর ব্লকের ভারতীয় সীমান্তে অবৈধভাবে ‘অনুপ্রবেশ করেছিল। ওই সময় গ্রামবাসীরা তাদের ধাওয়া করে। ধাওয়া করার সময় বাকিরা পালাতে সক্ষম হলেও, একজন স্থানীয়দের হাতে ধরা পড়ে যায়। এরপর স্থানীয়রা খবর দেন হবিবপুর থানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ধৃত বাংলাদেশি গোরু পাচারকারী রুবেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে তাকে পেশ করে মালদা জেলা আদালতে।
অবৈধ অনুপ্রবেশ করে গোরু পাচার, আদালতে পেশ বাংলাদেশি নাগরিক।












Leave a Reply