মালদা, নিজস্ব সংবাদদাতা:- পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলো পরিবার। সোমবার মালদাহের আদালতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন কালিয়াচকের জালালপুরের বাসিন্দা আক্রান্ত জিয়াউল হকের স্ত্রী সাবেরা বিবি। গত সপ্তাহে কালিয়াচকের জালালপুরে গুলিতে নিহত হন এক পাপড় বিক্রেতা। সে ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আটক করে জিয়াউলকে। অভিযোগ থানার লকাতে প্রায় তিন দিন ধরে আটকে তাকে মারধর করা হয়। কাউকে তিন দিন ধরে থানায় আটকে রাখার নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। এই ঘটনায় কালিয়াচক থানা থেকে শুরু করে পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন সাবেরা বিবি। তবে পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে দাবি তার। তাই এদিন আইনজীবীর মাধ্যমে পুলিশের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন আক্রান্ত জিয়াউল এর স্ত্রী সাবেরা বিবি।
কালিয়াচকে পাপড় বিক্রেতা খুনের তদন্তে আটক যুবক, পুলিশি নির্যাতনের অভিযোগ স্ত্রীর।












Leave a Reply