নাচ-আবৃত্তি-নাটকে মুগ্ধ দর্শক, বালুরঘাটে স্পর্শ হলিস্টিক স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

দক্ষিণদিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- প্রতিবছরের মতো এবছরও ১৪ ই ডিসেম্বর রবিবার সন্ধ্যায় বালুরঘাটের নাট্য মন্দিরে স্পর্শ হলিস্টিক স্কুলের পরিচালনায় ও ব্যবস্থাপনায় ছাত্র-ছাত্রীদের নিয়ে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্লে গ্রুপ থেকে ইউ কেজি পর্যন্ত ৫০ জনেরও বেশি ছাত্রছাত্রী অনুষ্ঠানে যোগদান করে। ছাত্রছাত্রীরা আবৃত্তি ও নাচ পরিবেশনের পাশাপাশি নাটকে অভিনয় করে অনুষ্ঠানকে সার্থক করে তোলে। স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও অভিভাবিকাদের পাশাপাশি বহু সংস্কৃতি মনস্ক মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *