পুরপ্রধান পদে কেনাবেচার অভিযোগে অস্বস্তিতে তৃণমূল, সরব দলেরই এক পুরপ্রতিনিধি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– তৃণমূল ১৮, বিজেপি মাত্র দুই। তবুও ইস্তফার দু’সপ্তাহ পরেও নতুন পুরপ্রধানের নাম ঘোষণা করতে পারল না তৃণমূল। এমনই ছবি পুরাতন মালদহ পুরসভায়। তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে পুরপ্রধানের পদ নিয়ে কেনাবেচার তত্ত্ব তুলে সরব হন দলেরই এক পুরপ্রতিনিধি। গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার পুরাতন মালদহ পুরসভায় পুরপ্রধান হিসেবে দলেরই কেউ চেয়ারে বসবেন, নাকি ফের বসানো হবে প্রশাসক, এমনই প্রশ্নে সরগরম পুরাতন মালদহ পুরসভার অন্দর।
গত ২৫ নভেম্বর পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দেন তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক ৯ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি কার্তিক ঘোষ। তৃণমূলের দাবি, রাজ্য নেতৃত্বের নির্দেশে পুরপ্রধানের পদ থেকে কার্তিক ইস্তফা দেন। কারণ, লোকসভা এবং বিধানসভা ভোটে পুরাতন মালদহ শহরের দলের ভরাডুবিতে পুর নেতৃত্বের ভূমিকায় অসন্তুষ্ট ছিলেন রাজ্যের নেতারা।

তবে কার্তিকের ইস্তফার পরে ১৬ দিন কেটে গিয়েছে। তার পরেও সংখ্যা গরিষ্ঠ থাকা পুরসভায় নতুন পুরপ্রধানের নাম তৃণমূল ঘোষণা না করায় প্রশ্ন উঠেছে।
এদিকে পুরপ্রধান না থাকায় পুরসভার সামলাচ্ছেন উপপুরপ্রধান সফিকুল ইসলাম। এদিকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চেয়ারম্যান না থাকায় বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন পৌর নাগরিকরা। পৌর নাগরিকদের অভিযোগ পৌরসভায় গেলে চেয়ারম্যান না থাকার ফলে জরুরী কাগজ সই হচ্ছে না। ঠিক একই রকম ভাবে বিভিন্ন ওয়ার্ডের পরিষেবা থমকে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *