মালদা, নিজস্ব সংবাদদাতা: — ভয়াবহ অগ্নিকান্ডের জেরে পুড়ল দুই দোকান ঘর সহ শোয়ার ঘর। সর্বশ্য হারিয়ে শীতকালে খোলা আকাশের নীচে ঠাঁই দুই পরিবারের।ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছরিয়ে পরে মালদার মানিকচকের মথুরাপুর ভুতনি ব্রিজ সংলগ্ন এলাকায়।জানা গেছে,পিংকি মন্ডল এবং সীমা সাহা দুই বোন ভুতনি ব্রিজ এলাকায় চায়ের দোকান করে সংসার চালাত।সোমবার, বিকাল নাগাদ আচমকায় শোয়ার ঘরে আগুন জ্বলে উঠে।মুহূর্তের মধ্যে আগুন ছরিয়ে পরে গোটা ঘরে।আগুনের তীব্রতাই দোকান সহ শোয়ার ঘরে থাকা টিভি,ফ্রিজ সহ জরুরি কাগজ পত্র নগদ টাকা পুড়ে ছাই হয় বলে খবর।খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নিভানোর কাজে ঝাঁপিয়ে পরে প্রায় কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।খবর পেয়ে তরিঘরি ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ।সমস্ত কিছু হারিয়ে হাড় কাঁপানো ঠান্ডায় খোলা আকাশের নীচে ঠাঁই দুই পরিবারের। বর্তমানে তাকিয়ে সরকারি সাহায্যের দিকে।
মালদার মানিকচকে আগুনের লেলিহান শিখা, টিভি-ফ্রিজ-নগদ টাকা সহ পুড়ে গেল সব।












Leave a Reply