মালদা জেলা আদালতের কড়া রায়: যৌন অপরাধে ২০ বছর জেল ও জরিমানা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ২ নাবালিকার ওপর যৌন নির্যাতনের অভিযোগে বৃদ্ধকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত। ১৩ জনের সাক্ষীর ভিত্তিতে দোষীর ২০ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক রাজীব সাহা।
আইনজীবী সার্থক দাস জানান, চকলেটের লোভ দেখিয়ে দুই নাবালিকার উপর যৌন নির্যাতন চালানোর ঘটনায় ২০২১ সালের ৩ মে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনায় ১৩ জনের সাক্ষীর ভিত্তিতে বিচারক রাজীব সাহা অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন। দোষীর কুড়ি বছরের কারাদণ্ড ও কুড়ি হাজার টাকা জরিমানা অনাদায় আর‌ও দু বছরের কারাদন্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি দুই নাবালিকাকে এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *