মালদা, নিজস্ব সংবাদদাতা:—শুরু হতে চলেছে নৈশকালীন ‘বেঙ্গল সুপার লিগ’ ফুটবল প্রতিযোগিতা।আগামীকাল অর্থাৎ রবিবার বিকেল থেকে রাজ্যে শুরু হচ্ছে নৈশকালীন ‘বেঙ্গল সুপার লিগ’ ফুটবল প্রতিযোগিতা। শনিবার মালদা জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স হলে সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানান কর্মকর্তারা। শ্রাচী স্পোর্টস এবং আই এফ এর উদ্যোগে আটটি ফ্রাঞ্চাইজি দলকে নিয়ে জেলা ক্রীড়া সংস্থার মাঠে এই প্রতিযোগিতা চলবে। শিলিগুড়ি, মালদা- মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, হাওড়া- হুগলী, মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, সুন্দরবন প্রভৃতি বিভিন্ন জেলার ফুটবল ক্লাবগুলি হোম এবং আওয়ে এই পদ্ধতিতে বেঙ্গল সুপার লিগ প্রতিযোগিতায় অংশ নেবে।
আজ মালদহে এসে পৌঁছেছে বেঙ্গল সুপার লিগ ট্রফি। ফ্র্যাঞ্চাইজি বিভিন্ন দলগুলিতে অনূর্ধ্ব ১৯, স্থানীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলাররাও থাকছেন। রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রতিভাবান ফুটবলারদের প্রতিভা দেখানোর অনন্য সুযোগ থাকছে এই প্রতিযোগিতায়। রাজ্যে ফুটবল প্রতিভাকে খুঁজে বের করা এবং রাজ্য ও জাতীয় ফুটবলের সাপ্লাই লাইন আরও জোরদার করা এই প্রতিযোগিতার উদ্দেশ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা। আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল খেলা। রাজ্যের একাধিক জেলায় বিভিন্ন স্টেডিয়ামে এই বেঙ্গল সুপার লিগ প্রতিযোগিতা চলবে।।












Leave a Reply