জনজাতি অধ্যুষিত ২৫ গ্রামে স্বাস্থ্য পরিষেবা জোরদার করতে এলআইসির মোবাইল মেডিক্যাল ভ্যান দান।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রত্যন্ত গ্রামীণ এলাকায় চিকিৎসার বেহাল অবস্থার কথা মাথায় রেখে তাদের করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি ফান্ড থেকে একটি মোবাইল মেডিক্যাল ভ্যান দান করলেন এল আই সি গোল্ডেন জুবিলী ফাউন্ডেশন। শুক্রবার ফাউন্ডেশনের পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার শৈবাল ভট্টাচার্য, ডেবরা ব্লকের চককুমার এসোসিয়েশন ফ্র সোশ্যাল সার্ভিস নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক ত্রিদিব দাস বেরার হাতে ওই মোবাইল মেডিক্যাল ভ্যানের চাবিটি তুলে দেওয়া হয়। এত দুপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার বিভিন্ন শাখার ম্যানেজার গন এই অনুষ্ঠানে সংস্থাটির অফিস প্রাঙ্গনে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তপজাতি অধ্যুষিত ব্লকের ২৫ টি গ্রামে বিনামূল্যে সংস্থাটির মোবাইল মেডিকেল ক্যাম্প চালিয়ে আসছিল। বিভিন্ন উপকরণ যুক্ত এই ভ্যান পাওয়ায় তারা আরও পরিষেবা বাড়াতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *