লাঠি হাতে শিক্ষকরাই প্রশিক্ষক: স্কুলমুখী হচ্ছে পড়ুয়ারা, কমছে ড্রপআউট।

নিজস্ব সংবাদদাতা পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমান জেলার রায়না দুই ব্লকে পাঁইটা ২ অঞ্চলের বেলার ভুরকুন্ডা হাইস্কুলে ছাত্র-ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ চালু হয়েছে। শিক্ষকরা লাঠি নিয়ে মেয়েদের লাঠিখেলা, ক্যারাটে এবং শরীরচর্চা শেখাচ্ছেন, যাতে পড়ুয়ারা স্কুলে আগ্রহী হয় এবং ছুটি কমে।
শিক্ষক রত্ন সম্মান সহ আরো সম্মান পাওয়া প্রধান শিক্ষক সুব্রত নায়েক এই উদ্যোগের তত্ত্বাবধায়ক।
তিনি জানান, অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ে অনেকে স্কুল ছেড়ে দিত, কিন্তু লাঠিখেলা, রণপা, ক্যারাটে, নাচ-গান-আঁকার মতো কার্যক্রমে ছাত্ররা স্কুলমুখী হয়েছে।
এতে আত্মরক্ষার কৌশলও শিখছে তারা বিনামূল্যে।প্রভাব এবং উদ্দেশ্যছাত্র-ছাত্রীরা বলছেন, বাইরে পয়সা খরচ করে শেখা যায় এমন দক্ষতা স্কুলে পাওয়া ভালো, বিপদে সুরক্ষা পাবে। এছাড়া স্কুল ছুট কমেছে এবং উপস্থিতি বেড়েছে। এটি স্থানীয়ভাবে মেয়েদের সুরক্ষা ও শারীরিক উন্নয়নের উদাহরণ।
পড়ুয়াদের আত্মরক্ষ্যার পার্ট দিতে শিক্ষকরা হাতে তুলে নিয়েছে লাঠি মেয়েদের শেখানো হচ্ছে লাঠি খেলা ও ক্যারেটে আত্মরক্ষা শরীর চর্চা
কি বলছেন স্কুলের শিক্ষক এরকম প্রশিক্ষণ পেয়ে ছাত্রীরা কি বললেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *